রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাত-জনিত হৃদ রোগ হল এমন একটি অবস্থা যখন বাতজ্বরের (rheumatic fever) কারণে হার্টের ভালভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কারনে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার সংক্রমণের সঠিক চিকিৎসা না হলে বা একাধিক বার এই ধরনের সংক্রমণ হলে রিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে। তাই এই রোগ সম্মন্ধে আমাদের সতর্ক থাকা বিশেষ ভাবে জরুরী।
রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাত-জনিত হৃদ রোগ হল এমন একটি অবস্থা যখন বাতজ্বরের (rheumatic fever) কারণে হার্টের ভালভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কারনে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার সংক্রমণের সঠিক চিকিৎসা না হলে বা একাধিক বার এই ধরনের সংক্রমণ হলে রিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে। তাই এই রোগ সম্মন্ধে আমাদের সতর্ক থাকা বিশেষ ভাবে জরুরী।
রিউম্যাটিক হার্ট ডিজিজ নির্ণয়ের সঠিক চাবিকাঠি হল রোগীর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার (রিউম্যাটিক ফিভার) ইতিহাস খুঁজে বের করা। বাতজ্বরের লক্ষণগুলি পরিবর্তিত হয়। সাধারণত ইনফেকশনের ১ থেকে ৬ সপ্তাহ পরে রোগের লক্ষণ বোঝা যায়। কিছু ক্ষেত্রে সংক্রমণ চেনা নাও যেতে পারে।
বাতজ্বরের সবচেয়ে সাধারণ লক্ষণ গুলি হল:
রিউম্যাটিক হার্ট ডিজিজের প্রধান এবং অন্যতম কারণ হল আমাদের শরীরের সংযোজক কলায় প্রদাহ। বিশেষ করে হার্ট, জয়েন্ট, ত্বক বা মস্তিষ্কে। এইরকম প্রদাহের ফলে হার্টের ভালভ্ গুলি ফুলে যায় এবং কিছু সময় পরে সেগুলিতে স্থায়ী ক্ষতের সৃষ্টি হয়। পরবর্তীকালে হার্টের ভালভ সংকুচিত বা ফুটো হয়ে যেতে পারে। এর ফলে হার্টের স্বাভাবিকভাবে কাজ করা কঠিন হয়ে পরে। যদিও এই অবস্থায় পৌছতে কয়েক বছর সময় লাগতে পারে। এবং এর ফলে শেষ পর্যন্ত হার্ট ফেইলিওর এর সম্ভাবনা থাকে।
কার্ডিওলজিস্ট চিকিৎসকরা রিউম্যাটিক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্ট্রেপ ইনফেকশন হয়েছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করেন। এর জন্য একটি থ্রোট কালচার বা রক্ত পরীক্ষা করা যেতে পারে।
রোগীর পূর্বতন রোগের ইতিহাস পরীক্ষার পাশাপাশি, রিউম্যাটিক হৃদরোগ নির্ণয়ের জন্য কিছু বিশেষ পরীক্ষা করা হয়।
হৃদপিন্ডের ভালভ্ -এর কতটা ক্ষতি হয়েছে তার উপর চিকিৎসা নির্ভর করে। সমস্যা গুরুতর হলে ক্ষতিগ্রস্ত ভালভ্ প্রতিস্থাপন বা মেরামতের জন্য অস্ত্রোপচার করতে হতে পারে।
রিউম্যাটিক হৃদরোগের লক্ষণ দেখা দিলে কয়েকটা বিষয়ে খেয়াল রাখা জরুরী।
রিউম্যাটিক হৃদরোগের কিছু প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে:
রিউম্যাটিক হৃদরোগ চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বিরল। এর কারণ এই চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলি বেশ নিরাপদ। তবে কখনও কখনও কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন -
এছাড়া হার্টে ভালভ্ প্রতিস্থাপনের কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন
জয়েন্টে ব্যথা, ফোলা জয়েন্ট, জয়েন্টের প্রদাহ, গলায় ইনফেকশন, শ্বাসকষ্ট ইত্যাদি অন্যান্য কারণেও হতে পারে। এই সব লক্ষণ থাকা সত্ত্বেও যদি বাতজ্বর ধরা না পড়ে এবং শারীরিক পরীক্ষায় হৃদযন্ত্রে কোনো গোঙানির আওয়াজ না শোনা যায়, তাহলে বাতজনিত হৃদরোগের চিকিৎসার দরকার নেই।
রিউম্যাটিক হৃদরোগের চিকিৎসার খরচ নির্ভর করে রোগের তীব্রতার ওপর। যদি সার্জারির প্রয়োজন হয় তাহলে চিকিৎসার খরচ (পরামর্শ, ওষুধ এবং সার্জারি সহ) ৪ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বা তার বেশিও হতে পারে।
রিউম্যাটিক হার্ট ডিজিজের প্রধান কারণ শরীরে স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার সংক্রমণ। এর ফলে রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর হয় এবং আমাদের শরীরের সংযোজক কলায় প্রদাহের সৃষ্টি হয়। এই প্রদাহ থেকে হার্টের ভালভগুলি ফুলে যায় এবং চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। বাতজ্বর যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে এর প্রবণতা সর্বাধিক।
Written and Verified by:
Dr. Shuvo Dutta is a Senior Consultant in Cardiology Dep. at BM Birla Heart Hospital, Kolkata, with over 34 years of experience. He specializes in radial and femoral angioplasty, complex cardiac interventions, and was the first in India to perform carotid artery stenting to prevent brain stroke.
Similar Cardiology Blogs
Book Your Appointment TODAY
© 2024 BMB Kolkata. All Rights Reserved.