করোনারি ধমনী রোগ একটি সাধারণ হৃদরোগ। এই অবস্থায় হৃদপিন্ডের রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালীগুলো (করোনারি ধমনী) হৃৎপিণ্ডের পেশী তে পর্যাপ্ত রক্ত, অক্সিজেন এবং পুষ্টি পাঠাতে পারে না। হৃদপিণ্ডের ধমনী তে কোলেস্টেরল জমা এবং প্রদাহ সাধারণত করোনারি ধমনী রোগের কারণ। রক্ত প্রবাহে বাধাও হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
করোনারি ধমনী রোগ একটি সাধারণ হৃদরোগ। এই অবস্থায় হৃদপিন্ডের রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালীগুলো (করোনারি ধমনী) হৃৎপিণ্ডের পেশী তে পর্যাপ্ত রক্ত, অক্সিজেন এবং পুষ্টি পাঠাতে পারে না। হৃদপিণ্ডের ধমনী তে কোলেস্টেরল জমা এবং প্রদাহ সাধারণত করোনারি ধমনী রোগের কারণ। রক্ত প্রবাহে বাধাও হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
করোনারি ধমনী রোগ একটি বহুল পরিচিত রোগ। তবে যতক্ষণ না হার্ট অ্যাটাক এর মতো সমস্যা হয় এই রোগের লক্ষণগুলো অনেক সময় চোখে পরে না। এই রোগের সম্বন্ধে সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে।
করোনারি ধমনী রোগের লক্ষণগুলো প্রথমে পরিলক্ষিত নাও হতে পারে। ব্যায়ামের সময় খুব জোরে হৃদ স্পন্দন হলে ধমনীর রোগ সম্পর্কে সচেতন হতে হবে। করোনারি ধমনী যত সরু হতে থাকে তত কম রক্ত হার্টে যায়। সাথে সাথে লক্ষণগুলো আরও গুরুতর হতে থাকে।
করোনারি ধমনী রোগের লক্ষণ এবং উপসর্গগুলি হল:
করোনারি ধমনী রোগ শুরু হয় যখন চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ হৃৎপিণ্ডের ধমনীর ভেতরের দেয়ালে জমা হয়। এই অবস্থাকে বলা হয় এথেরোস্ক্লেরোসিস। এই গঠনকে প্লাক বলা হয়। এতে ধমনী সংকীর্ণ হয়। রক্ত প্রবাহ বাধা পায়।
উচ্চ কোলেস্টেরল ছাড়া, করোনারি ধমনীর ক্ষতি হওয়ার অন্যান্য কারণগুলি হল:
সুতরাং এই সমস্যা গুলো থাকলে কার্ডিওলজি ডাক্তারের অবশ্যই পরামর্শ নিতে হবে।
করোনারি ধমনী রোগের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে:
কখনও কখনও করোনারি ধমনী রোগ এইসব কারণ ছাড়াই দেখা যায়। করোনারি ধমনী রোগের জন্য অন্যান্য সম্ভাব্য কারণগুলি হল -
স্বাস্থ্যকর জীবনধারা-র অভ্যাস করোনারি ধমনী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে, আমাদের এই অভ্যাস গুলো অনুসরণ করা উচিত -
করোনারি ধমনী রোগ নির্ণয় বা নিরীক্ষণের জন্য কিছু বিশেষ পরীক্ষা করা প্রয়োজন। যেমন -
আমাদের অভিজ্ঞ ডাক্তাররা আপনাকে সঠিক পরামর্শ ও চিকিৎসার মাধ্যমে করোনারি ধমনী রোগ থেকে দূরে থাকতে সাহায্য করতে পারেন। সঠিক সময় চিকিৎসকদের পরামর্শ নিন। একটি সুন্দর জীবন উপভোগ করুন।
Written and Verified by:
Dr Dhiman Kahali is associated with BM Birla Heart Research Centre as the Director of Interventional cardiology. With a total experience of 37 years, he is known as an expert in performing Angioplasties, Mitral Balloon Dilations, Peripheral Vascular and Carotid Interventions. Dr Kahali is the Ex Chairman of National Intervention Council, CSI, Ex Convenor of STEMI Council, CSI and Vice President of CSI. Being a National Scholar, he has several publications in National and International Journals and delivers more than 125 lectures every year in various forums across the globe.
Similar Cardiology Blogs
Book Your Appointment TODAY
© 2024 BMB Kolkata. All Rights Reserved.