Cardiac Surgery | by Dr. Ratan Kumar Das
হার্ট ভাল্ভ সার্জারি হল হৃদরোগের একটি শল্যচিকিৎসা পদ্ধতি। আমাদের হৃদপিন্ডের চারটি ভাল্ভ -এর মধ্যে কোনটি সঠিকভাবে কাজ না করলে এই চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগানো হয়।
হার্টের চারটি ভাল্ভ হল - মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি এবং অ্যাওরটিক ভাল্ভ। প্রতিটি ভাল্ভ ফ্ল্যাপ মতো কাজ করে। মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভাল্ভ কে লিফলেট; অ্যাওরটিক এবং পালমোনারি ভাল্ভ কে কাস্প বলে। ভাল্ভের এই ফ্ল্যাপগুলি প্রতিটি হার্টবিটের সময় একবার খোলে এবং বন্ধ হয়। যখনভাল্ভ গুলি সঠিকভাবে খোলা বা বন্ধ হওয়ার কাজ করে না বা ভাল্ভে ফুটো থাকে তখন হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরে রক্তের প্রবাহ ব্যাহত হয়।
হার্টের ভাল্ভ সার্জারিতে, একজন শল্য চিকিৎসক (সার্জন) ক্ষতিগ্রস্ত বা অসুস্থ ভাল্ভ মেরামত বা প্রতিস্থাপন করেন। হার্টের ভাল্ভ মেরামত বা প্রতিস্থাপনের জন্য অনেক রকমের অস্ত্রোপচারের পদ্ধতি প্রচলিত আছে যেমন -
হার্টের ভাল্ভ সার্জারির প্রকৃতি কেমন হবে তা রোগীর বয়স, স্বাস্থ্য, হার্টের ভাল্ভের রোগের ধরন এবং রোগের তীব্রতা সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে।
হার্টের ভাল্ভের রোগে আক্রান্ত কিছু মানুষের অনেক বছর পর্যন্ত কোন লক্ষণ নাও থাকতে পারে। কিন্তু যখন লক্ষণ এবং উপসর্গ দেখা দেয়, তখন শরীরের নিম্নলিখিত অবস্থা গুলি প্রকাশ পেতে পারে:
যে কোন সার্জারির মতো হার্ট ভাল্ভ সার্জারিরও ঝুঁকি আছে। সাধারণত বয়স্ক মানুষ দের এবং অপুষ্টি রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। যেমন -
ডাক্তার একমাত্র তখনই হার্টের ভাল্ভ সার্জারির পরামর্শ দেন যখন সার্জিক্যাল পদ্ধতিতে ভাল্ভের কার্যকারিতা পুনরুদ্ধার এবং সংরক্ষণ করা সম্ভব। হার্ট ভাল্ভ সার্জারির স্টেপ গুলি হল -
ভ্যাল্ভুলোপ্লাসটি নামক ভাল্ভ মেরামত প্রক্রিয়ায় একটি দীর্ঘ, পাতলা টিউব (ক্যাথেটার), হৃদযন্ত্রে প্রবেশ করিয়ে সরু এবং সংকুচিত ভাল্ভ খোলার চিকিৎসা করা হয়। এই ক্ষেত্রে ডাক্তার রোগীর বাহু বা কুঁচকির ধমনী দিয়ে বেলুন সহ একটি পাতলা, নমনীয় টিউব (ক্যাথেটার) ঢোকান। টিউব টিকে খারাপ ভাল্ভের দিকে নিয়ে যাওয়া হয়।
নির্দিষ্ট স্থানে ক্যাথেটার পৌঁছলে বেলুনটি ফোলানো হয়। এতে খারাপ ভাল্ভটি প্রসারিত হয়ে রক্ত চলাচল স্বাভাবিক হয়। ডাক্তার তখন বেলুনটি ডিফ্লেট (চুপসিয়ে) করে ক্যাথেটার সমেত শরীরের বাইরে বের করে আনেন।
যদি হার্টের একটি বা একাধিক ভাল্ভ রোগাক্রান্ত হয়, তবে হৃৎপিণ্ড কার্যকরভাবে সারা শরীরে রক্ত পাম্প করতে পারে না। পাম্প করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এতে হৃদপিণ্ডের কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। এর ফলে হার্ট ফেইলিউর, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট (যখন হার্ট স্পন্দন বন্ধ হয়ে যায়), এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
হার্টের ভাল্ভ মেরামত বা প্রতিস্থাপনের জন্য সার্জারি বা শল্যপচার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা। সার্জারির মাধ্যমে ভাল্ভে ফুটো, সঙ্কুচিত ভাল্ভ এবং আরো অন্য ভাল্ভ সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়।
শুধুমাত্র ওষুধ দিয়ে হার্টের ভাল্ভের রোগের সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়। এই ধরনের সমস্যায় অস্ত্রোপচার করা একটি সাধারণ বিষয়।
একটি প্রতিস্থাপিত হার্ট ভাল্ভের আয়ুষ্কাল সাধারণত 25 বছর ধরা হয়। কিন্তু কিছু কিছু অবস্থায় 6 মাস বা এক বছরের মধ্যেও হার্ট ভাল্ভ প্রতিস্থাপন করতে হতে পারে।