সাইনাস হল আমাদের করোটির বা মাথার খুলির অন্তরস্থ চার জোড়া ফাঁকা প্রকোষ্ঠ (স্পেস)। এই প্রকোষ্ঠ গুলির স্থান আমাদের কপাল, চোখ, নাক ও গালের নিচে। এরা নাসারন্ধ্রের সাথে সংযুক্ত এবং সাধারণত বাতাসে পূর্ণ থাকে। ব্যাকটেরিয়ার সংক্রমণ, ভাইরাস সংক্রমণ, ছত্রাক (ফাঙ্গাল) সংক্রমণ এবং অ্যালার্জির কারনে প্রকোষ্ট গুলির ভিতরের আস্তরণকারী টিস্যুতে প্রদাহের সৃষ্টি হয়। টিস্যু গুলি ফুলে যায়। একেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাইনোসাইটিস বলে।
সাইনাস হল আমাদের করোটির বা মাথার খুলির অন্তরস্থ চার জোড়া ফাঁকা প্রকোষ্ঠ (স্পেস)। এই প্রকোষ্ঠ গুলির স্থান আমাদের কপাল, চোখ, নাক ও গালের নিচে। এরা নাসারন্ধ্রের সাথে সংযুক্ত এবং সাধারণত বাতাসে পূর্ণ থাকে। ব্যাকটেরিয়ার সংক্রমণ, ভাইরাস সংক্রমণ, ছত্রাক (ফাঙ্গাল) সংক্রমণ এবং অ্যালার্জির কারনে প্রকোষ্ট গুলির ভিতরের আস্তরণকারী টিস্যুতে প্রদাহের সৃষ্টি হয়। টিস্যু গুলি ফুলে যায়। একেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাইনোসাইটিস বলে।
সাইনোসাইটিস-এর কারনে সাইনাসের প্রকোষ্ঠ গুলিতে তরল (মিউকাস) পদার্থ জমে এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ফলস্বরূপ মুখে চাপ এবং ব্যথার অনুভূতি হতে পারে। নাক বন্ধ হয়ে যায়। নাক দিয়ে জল ঝরে। এছাড়াও অন্যান্য উপসর্গ সৃষ্টি হতে পারে। সাধারন সর্দি-কাশি থেকেও সাইনাসের প্রদাহ হতে পারে। সাইনোসাইটিস-কে অনেক সময় রাইনো-সাইনোসাইটিস-ও বলা হয়।
কতক্ষণ সময় ধরে প্রদাহ স্থায়ী হচ্ছে (তীব্র, সাব-একিউট, দীর্ঘস্থায়ী বা পুনরাবৃত্ত-তীব্র) এবং কীসের কারণ (ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমন) প্রদাহের সৃষ্টি হয়েছে সেই অনুসারে সাইনোসাইটিস কে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়।
দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে:
অন্যান্য লক্ষণ এবং উপসর্গগুলি অন্তর্ভুক্ত হতে পারে:
সাইনাসের সংক্রমণের বিভিন্ন কারণ গুলি হল -
কিছু মানুষ-দের অন্যদের তুলনায় সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণগুলির মধ্যে রয়েছে:
ডক্টর অথবা স্বাস্থ্যসেবা-কর্মী রোগীর বর্তমান এবং অতীত লক্ষণের উপর ভিত্তি করে সাইনোসাইটিসের সনাক্তকরণ করেন। নাকের ভিতরে দেখতে এন্ডোস্কোপ যন্ত্রের ব্যবহার করা হয়। প্রয়োজন অনুসারের বিশেষজ্ঞ ডক্টরের (যেমন ENT বা কান, নাক এবং গলা বিশেষজ্ঞ) সাথেও পরামর্শ করা যেতে পারে।
সাইনোসাইটিস নির্ণয়ের জন্য নির্দিষ্ট পরীক্ষা
সাইনোসাইটিসের প্রকারভেদের অপর নির্ভর করে একাধিক চিকিৎসার বিকল্প রয়েছে। সাধারন তাৎক্ষণিক চিকিৎসা হিসাবে
সাইনোসাইটিসের উপসর্গ 10 দিন পরে না কমে গেলে, ইএনটি স্পেসিলাইস্ট ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য। সেক্ষেত্রে বিভিন্ন সম্ভাব্য চিকিৎসা প্রণালী হতে পারে -
সাইনাস সংক্রমণ হওয়ার ঝুঁকি কমানোর উপায় গুলির মধ্যে রয়েছে:
সাইনোসাইটিস সাধারণত এক সপ্তাহ থেকে 10 দিন স্থায়ী হয়। এই সময় নিজেরাই সাইনাসের অবস্থার যত্ন নিতে পারেন। সাধারণত ওভার-দ্য-কাউন্টার ওষুধ এবং ঘরোয়া চিকিৎসা করতে পারেন। যদি এর থেকে বেশি সময় সাইনোসাইটিসের লক্ষণ থাকে তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।&
যদি আপনি গুরুতর সংক্রমণের লক্ষণগুলি অনুভব করেন, যেমন:
সাইনোসাইটিস হলে সাধারণ যে প্রশ্নগুলি চিকিৎসক কে জিজ্ঞাস করা যায় -
Similar ENT- Otolaryngology Blogs
Book Your Appointment TODAY
© 2024 CMRI Kolkata. All Rights Reserved.